বাংলাদেশকে চিরবিদায় বলে দিয়ে অন্য দেশের হয়ে মাঠ মাতাবেন সাকিব

 


শাকিব আল হাসান কানপুরে ভারত বনাম বাংলাদেশ দ্বিতীয় টেস্ট ম্যাচ শুরুর আগে বড়সড় ঘোষণা দিয়েছেন। সাংবাদিক সম্মেলনে তিনি জানান, আর দেশের হয়ে টেস্ট ও টি-২০ ম্যাচ খেলবেন না। শারীরিক সমস্যার কারণে পারফর্ম্যান্সে প্রভাব পড়েছে, চোখের সমস্যা এবং আঙুলের চোটের জন্য টানা বোলিং করতে পারছেন না। তাই আন্তর্জাতিক কেরিয়ারকে অহেতুক দীর্ঘায়িত না করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।


শাকিব জানিয়েছেন, আপাতত টেস্ট ও টি-২০ থেকে অবসর নিচ্ছেন। তবে তাঁর ওয়ান ডে ক্যারিয়ারও বেশিদিন স্থায়ী হবে না, শরীরী ভাষা থেকেই বোঝা 


যাচ্ছে। বাংলাদেশের হয়ে শেষ টেস্ট ম্যাচ হিসেবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজকেই বিদায়ী ম্যাচ হিসেবে দেখতে চান, যদিও দেশের রাজনৈতিক অস্থিরতার কারণে সেই সিরিজ আদৌ হবে কিনা, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। 


বাংলাদেশে রাজনৈতিক পরিস্থিতি শাকিবের জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে, বিশেষ করে তিনি আওয়ামি লীগের সাংসদ ছিলেন। তাঁর বিরুদ্ধে মামলা হয়েছে, এবং দেশে ফিরলে গ্রেপ্তারের আশঙ্কা রয়েছে। ফলে কানপুরের টেস্টটি তাঁর শেষ হতে পারে বলে জানিয়েছেন।


সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে শাকিব বলেন, "আমি দক্ষিণ আফ্রিকা সিরিজে খেলতে প্রস্তুত, তবে পরিস্থিতি এখন অনেকটা অনিয়ন্ত্রিত। বোর্ড চেষ্টা করছে যেন কোনো সমস্যা ছাড়াই আমি খেলতে পারি।" বিসিবি তাঁকে আলাদা নিরাপত্তা দিতে পারবে না বলে জানিয়েছে। 


টি-২০ থেকেও অবসর নেওয়ার ঘোষণা দিয়েছেন শাকিব, যদিও ফ্র্যাঞ্চাইজি লিগে ভালো করলে আবারও ফিরে আসার সম্ভাবনা উড়িয়ে দেননি। আপাতত তিনি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের দিকে মনোযোগ দেবেন, যেমন আইপিএল, সিপিএল, এবং আমেরিকার মেজর লিগ ক্রিকেটে। 


শাকিব বর্তমানে বাংলাদেশে স্থায়ীভাবে বসবাস করতে পারবেন না বলে মনে করছেন। ২০২২ সালে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ড পেয়েছেন, তাই সপরিবারে সেখানে থিতু হওয়ার পরিকল্পনা করছেন।

Post a Comment

Previous Post Next Post